ঢাকা, ১১ সেপ্টেম্বর বৃহস্পতিবার, ২০২৫ || ২৬ ভাদ্র ১৪৩২
good-food
৩৪৪

 মাঠে ফিরেই রোনালদোর পেনাল্টি মিস!

লাইফ টিভি 24

প্রকাশিত: ১৫:১৮ ১৩ জুন ২০২০  

কভিড-১৯ মহামারীতে বিপর্যস্ত ইতালিতে ফুটবল ফিরে এল জুভেন্টাস ও এসি মিলানের উত্তাপের ম্যাচ দিয়ে। শুক্রবার রাতে কোপা ইতালিয়ার সেমিফাইনালে দ্বিতীয় লেগে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন পর্তুগিজ সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো, ঘরের মাঠে গোলশূন্য ড্র করে জুভেন্টাস। তবু ফাইনালে নাম লেখাতে পেরেছে তুরিনের ‘ওল্ড লেডি’রা।

‘অ্যাওয়ে’ গোলের সুবিধা নিয়েই ফাইনালের টিকিট পায় জুভেন্টাস। করোনাভাইরাসের আগে এসি মিলানের মাঠে প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়। স্যান সিরোতে করা গোলটিই রোনালদো ও তার দলকে তুলে নিল কোপা ইতালিয়ার ফাইনালে। 

তুরিনে পরশু রাতের ম্যাচে কোনো দর্শক ছিল না মাঠে। প্রাণহীন এ ম্যাচে স্পট কিক থেকে গোল করতে পারেননি চলতি সিরি-এ লিগে ২১ গোল করা রোনালদো। মিলানের আন্তে রেবিচ হ্যান্ডবল করলে পেনাল্টিটি পায় জুভেন্টাস। ইচ্ছেকৃতভাবে হ্যান্ডবল করায় হলুদ কার্ড দেখেন রেবিচ। এর কিছু সময় পরে (১৬তম মিনিট) দানিলোকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন ক্রোয়াট ফরোয়ার্ড। 

খেলাধুলা বিভাগের পাঠকপ্রিয় খবর